তাসনিম মাহবুব,(রংপুর):
স্বপ্ন, দিবানিশি যা মানুষের জীবনের সাথে সংযুক্ত। জীবনকে সামনে এগোনোর প্রত্যয় জোগায় স্বপ্ন।
স্বপ্ন কি? বিজ্ঞানের ভাষায় কাল্পনিক চিন্তা চেতনা যা স্নায়বিক তাড়নায় জন্ম নেয়। কিংবা আবুল কালাম আজাদের উক্তিতে ,"যা মানুষকে ঘুমাতে দেয় না তাই স্বপ্ন "।
যে যাই বলুক, প্রতিটি মানুষ জীবনে স্বপ্ন দেখে। স্বপ্ন হীন মানুষ জীবনে অগ্রসর হতে পারে না। আমাদের বাংলাদেশের শিশুরাও স্বপ্ন দেখে । স্বপ্ন দেখে মনের মতো কিছু করার। তবে খুব অল্প কয়েকজনের স্বপ্ন বাস্তব হতে পারে। কারণ,এখানে আমাদের স্বপ্ন দেখার অধিকার নেই,আমাদের পরিবার নির্ধারণ করে দেয় আমার ভবিষ্যৎ। যেখানে উন্নত দেশগুলোতে নবজাতক জন্ম নেয় তখন সবাই তাকে স্বাগত জানায় ,আর আমাদের বাংলাদেশে জন্মের সাথে সাথে কেড়ে নেয়া হয় স্বপ্ন দেখার অধিকার। শিশু ভূমিষ্ঠ হবার সাথে সাথে শুরু হয় গবেষণা আমার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ইত্যাদি। অথচ কেউ বলে না আমার সন্তান আকাশে ডানা মেলবে,ভালো মানুষ হবে,নিজের ইচ্ছেকে জাগাবে।
এরপরে যত বড় হতে থাকে তত শিশুটির স্বপ্ন গুলোকে গলা টিপে হত্যা করা হয়। সবসময় এখানে চলে তুলনা। তুমি কেন প্রথম হও না ,অমুকের ছেলে এই, তমুকের মেয়ে এতো নাম্বার পায়।অথচ কেউ জানতে চায় শিশুটি কি চায়, সে কি ভালোবাসে। এখানে সবাই কেবল মিথ্যা সম্মানের খেলায় বলি দেয় আমাদের।
এরপরে জীবনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত সে নিতে পারে না। অনেকেই তাদের পছন্দের বিষয় পড়তে পারে নি কেবল এই চাপের জন্য। ফলশ্রুতিতে ঝড়ে গেছে অনেক উজ্জ্বল প্রতিভা। আর অনেকেই বিষন্নতায় ভুগে আত্মহত্যার মতো জঘন্য বিষয় বেছে নিয়েছে। জানি এ অরণ্য রোদন করছি। এই সমাজ জানে কেবল গলা টিপে ধরতে জানে। তবুও দুই চারজন যদি নিজ স্বপ্ন বাস্তবায়নে অগ্রসর হয় তাদেরকেও সমালোচনার তীরে বিদ্ধ করা হয়।
তবে আমরা আশা করি এ অবস্থা আর বেশিদিনের নয়। যেদিন সকল মা-বাবা সন্তানের স্বপ্ন ও ইচ্ছাকে গুরুত্ব দেবেন।
অপেক্ষারত একটি প্রহরের যেদিন বাংলাদেশের নবজাতকদের দেয়া হবে নিজ স্বপ্ন বাস্তবায়নের অধিকার।
ফিচার: চাই স্বপ্ন দেখার অধিকার।
Reviewed by সম্পাদক
on
শনিবার, নভেম্বর ২৪, ২০১৮
Rating:
