ছড়া: ছোটবেলার খেলা।
লেখা:মোঃ মোশফিকুর রহমান,(নীলফামারী)
ছোট্ট বেলায় যখন আমি খেলতাম পুতুল খেলা,
কতশত সঙ্গী সাথী
জুটত সারাবেলা।
দিনে দিনে বড় হলাম
অনেক বড় আমি,
এখন ভেবে হেসে লুটাই
খেলার হয়ে স্বামী!
কত জনের স্বামী হলাম
বড় আপুরা বউ,
সত্যি যদি বিয়ে করতাম মানতেন এটা কি কেউ?
মুখে দিত কালি মেখে
এঁকে দিত দাড়ি,
খেলার ছলে কিনে দিতাম
বউকে পাটের শাড়ি।
আরও কতো মজার খেলা
খেলতাম রোজ রোজ,
বর্তমানে এমন খেলার
কেউ কি রাখতে চায় খোঁজ?
ছড়া: ছোটবেলার খেলা।
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, জুলাই ০৫, ২০১৯
Rating:
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, জুলাই ০৫, ২০১৯
Rating:
