জাতীয় শিশু সপ্তাহ-২০২৫ উপলক্ষে “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্য নিয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ), টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল শিশুদের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা।
আয়োজনটির ম্যাগাজিন পার্টনার ছিল ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল।
টাঙ্গাইল জেলা শিশু একাডেমিতে গত ৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়া এ আয়োজনের
সহযোগিতায় ছিল জেলা শিশু একাডেমি, টাঙ্গাইল এবং আরোভিয়া বাংলাদেশ।
দুইটি সেগমেন্টে তিনটি করে ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক শিক্ষার্থী (শিশু থেকে দশম শ্রেণি পর্যন্ত)। আবৃত্তি ও সংগীত—দুই বিভাগেই শিশুদের প্রাণবন্ত পরিবেশনা দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও নাট্যকার কুশল ভৌমিক, কবি তরুণ ইউসুফ, সংগীতশিল্পী কৃষ্ণা রায় কেয়া, মো. লুৎফর রহমান, পারভীন আক্তার, ওয়াহীদুজ্জামান শিশির এবং খন্দকার নিপুণ হোসাইন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনসিটিএফ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান তানজীম,
সঞ্চালনায় ছিলেন মনিষ সাহা কারণ ও জান্নাতুল তুবা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়।
মাহমুদুল হাসান তানজীম বলেন, “শিশুদের প্রতিভা বিকাশ ও আত্মবিশ্বাস গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। হালচাল-এর সহযোগিতা এই আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে। এমন উদ্যোগই শিশুদের মধ্যে সচেতনতা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়।”
Reviewed by সম্পাদক
on
বুধবার, অক্টোবর ২২, ২০২৫
Rating:



কোন মন্তব্য নেই:
নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷