-->

কবিতা: মৃত্যু মিছিল আর কত দূর।


কবিতা: মৃত্যু মিছিল আর কত দূর।
লেখা: মজনু মিয়া,(টাংগাইল)।

দেশে দেশে অবশেষে 
আহ্ মৃত্যুর যন্ত্রণা, 
চোখে দেখে লোকে দেখে 
নেই কোন মন্ত্রণা।

মরণের শেষ নেই আর দেশ নেই 
চলছে যে উল্লাসে, 
কে রাখে কার খোঁজ কে দেয় বুঝ
কোথা যাই তল্লাশে।

ঘুম নেই চুম নেই কাম কাজ হারা 
হই যে দিশে হারা,
খবরের পাতা আর কথায়
শুনে পাগল পারা।

ভীষণ রকম ছোঁয়াচে তাই 
আপন জন হয় পর,
বন্দি জীবন কাটাতে হয় 
থেকে একা এক ঘর!
কবিতা: মৃত্যু মিছিল আর কত দূর। কবিতা: মৃত্যু মিছিল আর কত দূর। Reviewed by সম্পাদক on মঙ্গলবার, জুন ০২, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.