কবিতা: ছড়াক আলো যুগ যুগ।
লেখা: আবদুল্লাহ,(বগুড়া)।
সকলের ভালোবাসায় আজ সিক্ত হয়ে,
ছুয়ে আছে পাঠকদের হৃদয়জুরে।
সর্বদা একঝাঁক তারুন্যের উদ্যমে,
স্বপ্ন নিয়ে আছে মাথা উঁচু করে।
কখনো বা গল্পের ঝুঁড়ি নিয়ে,
কখনো মনমাতানো ছড়া নিয়ে,
নয়তো বা রহস্য ঘেরা তথ্য নিয়ে,
ভেসে উঠে পাঠকদের মাঝে।
বাড়িয়ে দেয় জ্ঞানের পরিধি,
ছড়ায় আলো, অন্ধকার কে নিভিয়ে।
তাদের আনন্দ দিয়ে রাঙিয়ে,
বিকশীত করে তরুণ লেখকরা খুঁজে পায় তৃপ্তি।
এ যেনো শিশু-কিশোর আর তরুণ লেখকদের,
ভালোলাগার স্বপ্ন-স্মৃতি।
আমাদের সকলের প্রিয় শিশু-কিশোর২৪.কম
যুগ-যুগ ধরে থাকবে পাঠকদের হৃদয় জুড়ে,
ছড়িয়ে আলো, সাথে নিয়ে সুনাম।
সেই কামনায় করে আমার হৃদয় মন।
কবিতা: ছড়াক আলো যুগ যুগ।
Reviewed by সম্পাদক
on
বৃহস্পতিবার, জুন ০৪, ২০২০
Rating:
