কবিতা: আজ আমাদের বিজয়।
লেখা: মোঃ মিজু সরকার হৃদয়,(নীলফামারী)।
আমাদের এ আলো ছড়িয়ে পরেছে চারদিকে
আমরা নেই এখন কোন কাজে পিছিয়ে!
লেখা-লেখি আঁকা-আঁকি আরো পারি গল্প,
কবিতার সুর ধরে লেখতে পারি ছন্দ।
আমরাও আছি শিশু-কিশোরদের পাশে
তোমরাও হাত বাড়িয়ে দাও রবে তাদের পাশে,
আমদের স্নেহ মমতা তাদের পাশে থাকলে
বিশ্ব জয় হবে সবাই হাতে হাত রাখলে।
আজকে এই দিনে ভালোবাসা আর সহানুভূতি দিয়ে,
এসো মোরা শপথ করি থাকবো শিশু-কিশোর২৪ এর সাথে।
কবিতা: আজ আমাদের বিজয়।
Reviewed by সম্পাদক
on
বৃহস্পতিবার, জুন ০৪, ২০২০
Rating:
