ছড়া: গল্প।
লেখা: সানজিদা আক্তার,(রংপুর)।
গল্প মানে
কান্না হাসির মেলা,
গল্প মানে শব্দ নিয়ে
কানামাছি খেলা।
গল্প মানে
এত্ত কথার ঝুড়ি,
গল্প মানে মন আকাশে
লাল বেগুনি ঘুড়ি।
গল্প মানে
কল্পনা আর সত্যি,
গল্প মানে রহস্য আর
তথ্য দিয়ে ভর্তি।
গল্প মানে
জীবন থেকে নেয়া,
গল্প মানে চোখ নদীতে
হরেক রকম খেয়া।
গল্প মানে
ঘুমিয়ে পড়ো
চোখ একদম বন্ধ,
গল্প মানে বলতে গিয়ে
বানিয়ে দিলাম ছন্দ।