-->

অনুগল্প- মেঘবালিকা।


অনুগল্প- মেঘবালিকা।
লেখা- আদিবা মাশরুকা,( ঢাকা) 

 গভীর রাত পারী দিয়ে ভোর হচ্ছে।চারদিকে পাখির কলরব শোনা যাচ্ছে।আকাশটা যেনো একটু নিচু হয়ে আছে। হাত বাড়ালেই যেনো ছুঁয়ে দেওয়া যাবে। 
ভোর দেখার অভ্যাস টা আমার অনেক পুরোনো। আজও তাই করছি। হাতে একটা কলম আর আমার লেখার খাতাটা নিয়ে বেড়িয়ে পড়েছি ভোর দেখতে।
বিশাল এক গাছের নিচে বসে আছি,চারদিকে সবুজ আর সবুজ। সামনে তাকাতেই যেনো দিগন্ত।

দিগন্ত থেকেই যেনো ছুটে এলো সে। আমার সামনে দাড়িয়ে বললো,

- খাতা,কলম হাতে করছেন কি আপনি?
- লিখছি।
- লিখছেন? কবি নাকি!
- লোকে তো তাই বলে।
- তাই বুঝি? তাহলে আমাকেও শোনান কিছু।

আমি মুচকী হাসলাম, ব্যাগ থেকে আমার কবিতার বইটা বের করে আবৃত্তি শুরু করলাম,

                সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো 
           সন্ধা আসে ; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
      পৃথিবীর সব রং মুছে গেলে পান্ডুলিপি করে আয়োজন,

আমাকে শেষ করতে না দিয়েই সে বললো,
- এটা তো জীবনানন্দ দাসের লিখা।
- তা আমি বেশ ভালো মতোই জানি,আমি তো বলিনি আমার লেখা।
- তা আপনিও কি তার মতো লেখেন?
- ঠিক তা না তবে এই প্রকৃতি নিয়েই লেখি।  বার বার মায়ায় ফেলে দেয় এই প্রকৃতি আমায়।
- আমাকে নিয়ে কিছু লিখে দেবেন?
- হু অবশ্যই দিবো।
- তাহলে সেই কথায়ই থাকলো। এই প্রকৃতির সব আমি চাই, আমি এক মায়ার লেখা চাই।
- তবে আমি আপনাকে পাবো কোথায় লেখা শেষে?
- সাত দিন পর এই সময়ই এখানে আমাকে পাবেন।
- তাহলে তাই হোক।

কথা শেষে সে চলে গেলো,আমিও ফিরে এলাম। এখন আমার অনেক কাজ। দেখতে হবে এই জগৎ,এর রং, এর রূপ সব ধারণ করতে হবে আমার লেখায়।

কাঁধে ঝুলন্ত ব্যাগ। ব্যাগের ভেতরে খাতা, কলম। আমি হাঁটছি আর দেখছি। গ্রামের পর গ্রাম চির সবুজ, মুগ্ধকর শীতল বাতাস, হাজারো রং,পাখির মিষ্টি কলরব, বয়ে চলা নদী,উত্তাল সমুদ্র সব দেখছি আর চমকে যাচ্ছি। মায়া যেনো ছাড়ছেই না আমায়। সব দেখতে গিয়ে বুঝতে গিয়ে অনুভব করলাম। এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করা হলো না।

এক বুক কষ্ট নিয়ে ফিরলাম তার কাছে। ভোর হচ্ছে। আজ তার সাথে দেখা হবার কথা। আমি বিষন্য হয়ে আছি। কাজটা করতে পারলাম না। কি উত্তর দিবো বুঝতে পারলাম না। 

দিগন্ত হতে সে ছুটে আসছে, আমার মেঘবালিকা আসছে আমার কাছে।তবে সে আর আমার কাছে আসতে পারলো না। অঝড়ে বৃষ্টি হয়ে ভিজিয়ে দিলো আমায়। আমায় দেখালো এ প্রকৃতির এক নতুন রূপ। এক নতুন মায়া।


অনুগল্প- মেঘবালিকা। অনুগল্প- মেঘবালিকা। Reviewed by সম্পাদক on মঙ্গলবার, জুন ০৯, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.