ছড়া: দেশ মা আমার।
লেখা: মজনু মিয়া,(টাংগাইল)।
যেদিক তাকাই চোখ ভরে যায়
অপরূপ মা শোভা,
কোথায় গেলে পাব এমন
রূপ যে মনোলোভা?
গাঁয়ের কৃষক গানে গানে
করছে খেতের কাজ কাম,
অমূল্য খাটাখাটুনি
কে দেয় তার শ্রমের দাম?
গরুর পালে রাখাল বাঁশি
কলসি কাখে বধূ,
মৌচাকে যে জমে আজও
খাঁটি মৌয়ের মধু।
সোনালী ধান মনকে জুড়ায়
বাওড়ি বাতাস দোলে,
শক্ত বীজে পোক্ত ফলন
নয়া বউয়ের কোলে।
ছড়া: দেশ মা আমার।
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, জুন ০৯, ২০২০
Rating:
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, জুন ০৯, ২০২০
Rating:
