পৃথিবীর ছোট্ট একটি স্থান
সেই স্থানে লুকিয়ে আছে,
ছোট্ট একটি দেশ
নাম তার বাংলাদেশ।
শস্য-শ্যামল আমার দেশ
ফুল-ফল পাখির দেশ।
এরই নাম বাংলাদেশ।
রক্তরাঙ্গা ভোরের সূর্য,
লক্ষ্য যোদ্ধার রণতূর্য।
এদেশ মোদের বীরের দেশ,
তাইতো মোদের বাংলাদেশ।
এদেশ মোদের গর্ব,
এদেশ মোদের আশা।
সকল কিছুর উর্ধ্বে সে যে,
আমার দেশের ভাষা।
দেশটি মোরা বাসি ভালো,
সকল কিছুর তরে।
এদেশ নিয়ে থাকবো মোরা,
আজীবন ভরে।
কবিতা: বাংলাদেশ।
Reviewed by সম্পাদক
on
রবিবার, জুন ০৭, ২০২০
Rating:
Reviewed by সম্পাদক
on
রবিবার, জুন ০৭, ২০২০
Rating:
