-->

ছড়া: বন্ধু।


ছড়া: বন্ধু।
লেখা: মিরাজ হোসেন চৌধুরী,(চট্টগ্রাম)।

একা একা যখন তোমার,
কাটবেনা আর দিন!
তখনি তুমি পাবে পাশে,
বন্ধু,থাকবো অমলিন।

তখনি তোমার সঙ্গ দেবো
মন যদি হয় মলিন!
তুমি আমায় ডাকো পাশে,
থাকবো সারাজীবন।

নীরবতা যখন বন্ধু
থাকবে তোমায় ঘিরে,
গল্প হয়ে তখন আমি
আসবো তোমার নীড়ে।

বন্ধু যদি ভাবো আমায়
রেখ তোমার স্মরণে,
চুপটি করে থাকবো আমি
তোমার মনের গহিনে।

ছড়া: বন্ধু। ছড়া: বন্ধু। Reviewed by সম্পাদক on বুধবার, জুন ১০, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.