কবিতা: আমার দেশ।
লেখা: মোঃ মিরাজ হোসেন চৌধুরী,(চট্টগ্রাম)।
এ দেশ আমার জন্মভূমি
সকল দেশের সেরা,
দেশটি নিয়ে থাকি মোরা
আনন্দেতে ভরা।
সকল দেশের রাণী সে যে,
অন্য রকম ধরা।
শস্য-শ্যামল দেশটি আমার,
ফুল ফসলে ভরা।
আমার দেশখানি
ছবির মতন,
আকাশেতে পাখি-
উড়ে হরেকরকম।
সবুজে শ্যামলে ভরা,
এদেশ আমার।
চারিদিকে যেন-
সবুজের সমাহার।
দেশখানি আমার,
মায়ের মতন,
ভালোবাসবো তাকে
সারাটা জীবন।
কবিতা: আমার দেশ।
Reviewed by সম্পাদক
on
শনিবার, মে ৩০, ২০২০
Rating:
