-->

ছড়া: চিড়িয়াখানা কাব্য।


ছড়া: চিড়িয়াখানা কাব্য।
লেখা: রাকেশ সাহা,(নাটোর)।

এসেছিলাম কলকাতার আলিপুরে
চিকিৎসার প্রয়োজনে,
ঘুরে এলাম চিড়িয়াখানা 
ডাক্তার না থাকার কারনে।

দেখে এলাম রয়েল বেঙ্গল টাইগার
আরও দেখলাম হাতি,
জেব্রা,জিরাফ দেখলাম অনেক
জোনাকিরা জ্বালায় বাতি।

অজগরটি শুয়ে ছিল 
ছোট্ট একটা পুকুরে,
ময়ূর দুটি দাড়িয়ে ছিল
তার ঘরটার উপরে।

সিংহ মামা ঘুমিয়ে ছিল
দেখতে পারি নি তাই,
শিয়াল মামার খাঁচায় দেখি
শিয়াল পন্ডিত নাই।

শিয়ালের ঘরের সামনে ছিল
মাংসের টুকরো পড়ে,
পিছন ঘুরে দেখলাম গন্ডারের 
ছোট্ট লেজটিও নড়ে।

বিশাল পুকুরের পাড়েতে এক
ঘুমিয়ে ছিল জলহস্তী,
রয়েল বেঙ্গল টাইগারের গর্জনে 
কেঁপে উঠছিল বস্তী।

হরিণ দেখলাম অনেকগুলো
শিং তাদের শুকনো ডাল,
শিম্পাঞ্জি নাচ দেখাচ্ছিল ঘরে
সামনে ছিল বিরাট জাল।

সব শেষে দেখলাম আমি 
দুটি জায়েন্ট টরটইস,
নাম তাদের কথা ও কলি
ওজন প্রত্যেকটা চল্লিশ।
ছড়া: চিড়িয়াখানা কাব্য। ছড়া: চিড়িয়াখানা কাব্য। Reviewed by সম্পাদক on শুক্রবার, মে ২৯, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.