অনুগল্প- নক্ষত্রের অভিযোগ।
লেখা- আদিবা মাশরুকা,(ঢাকা)
সকালের আলো ফুটেছে। জ্বল জ্বল করে জ্বলছে নক্ষত্র। আমাদের সৌর জগতের প্রাণ শক্তি আলোকিত করছে চারদিক। তার তীব্রতায় প্রাণ ফিরে পাচ্ছে অসংখ্য জীব। সেই গর্বে আরো উজ্জ্বল হয়ে জলছে তার শক্তি।
কিন্তু হঠাৎ-ই মেঘের উপস্থিতি। ঢেকে দিলো উজ্জ্বল নক্ষএ কে আদরের কোমল চাদরে।মেঘের আড়ালে আলো ছড়ানো হয়ে উঠেছে বড়ই মুশকিল। নক্ষত্র ক্ষেপে যায়। বজ্র কন্ঠে হুংকার দিয়ে বলে,
- তোমার এত কিসের স্পর্ধা তুমি আসো আমাকে আড়াল করতে? সরে যাও বলছি এখনই সরে যাও।
মেঘ মুচকি হেসে বলে,
- বেশ তো। আমি সরেই যাবো তবে কিছুটা পর।এখন আমার আড়ালে থাকাই তোমার জন্যে শ্রেয়।
- আমার ভালো আমি বুঝি। তুমি সামান্য বাষ্প খন্ড কি বুঝবে আমার প্রয়োজন?
- আমার ও তোমাকে প্রয়োজন হয় আমি তো জানি তোমার কত গুরত্ব।
- না তুমি বোঝ না। বুঝলে এভাবে আড়াল করতে আসতে না আমায়। আমি প্রাণ, আমি শক্তি। আমার আলোতে জেগে ওঠে এ জগৎ। আমার আলোতে অনুপ্ররণা পায় যুব সমাজ।আর সেই আমাকে আটকাচ্ছো তুমি?
মেঘ শান্ত হয়ে আবারো মুচকি হেসে বললো,
- কিছু সময় আটকাতে হয়। কিছুটা সময় তোমার ও তো নিজের জন্যে লাগে।কিছু সময় তোমার প্রয়োজনেই তোমাকে যে আমার আড়াল করতে হবে।
- সরে যাও সহ্য হচ্ছে না আমার।
- হু যাচ্ছি। আপাতত আমার কাজ শেষ। তবে আবার আসবো তোমায়ে নিজের আড়ালে রাখতে।
- লাগবে না আমার তোমাকে। আমি একাই পারি সামলে নিতে।
- মা তাঁর সন্তানকে যেদিন আড়াল করে বাঁচতে শেখানো যেদিন বন্ধ করবে, যেদিন সে আর তাঁর সন্তান কে সাহস দেবে না, ভুল করতে করবে না বারণ। সেদিন আমি ও বিলিন হবো অচিরেই।
মেঘ চলে যায় তার স্বাধীন আকাশে। নক্ষত্র আলো ছাড়াতে থাকে নিজের বেশে।
অনুগল্প- নক্ষত্রের অভিযোগ।
Reviewed by সম্পাদক
on
বুধবার, মে ২০, ২০২০
Rating:
