কবিতা: ছাত্রজীবন।
লেখা: মোঃ মিরাজ হোসেন চৌধুরী,(চট্টগ্রাম)।
শিক্ষা,সাধনা,চেতনাশীল মন
এরই নাম ছাত্রজীবন,
পরিশ্রম,অধ্যবসায়,সুশৃঙ্খল মন
এরই নাম ছাত্রজীবন।
কর্তব্যপরায়ণতা রবে যার মনে
ছাএ যে ভালো সে,
ভালো তার গুণে।
সর্বদা লক্ষ্য যে ছাত্রের
প্রগতির দিকে,
উন্নয়ন করবে সে
এই দুনিয়াতে।
মন যার সর্বদা শান্তির প্রতি
জীবনে লভিবে তবে অগ্রগতি।
আদর্শ ছাত্রের গুণাবলি সকল
যদি থাকে তার মধ্যে
উন্নতি করবে সে,
জীবনের প্রতিটি স্তরে।
গুণাবলি চর্চা করে যদি
সে আপন মনে,
তবেই তো মানুষ
রাখবে তাকে স্মরণে।
কবিতা: ছাত্রজীবন।
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, মে ১৯, ২০২০
Rating:
