-->

ছড়া: ভূতের ছড়া।



ছড়া: ভূতের ছড়া ।
লেখা: চিত্তরঞ্জন সাহা চিতু।

তেঁতুল গাছে রাত দুপুরে 
ঝগড়া করে কারা?
লম্বা বেটে সাদা কালো 
মামদো ভূত যারা৷ 

ক্ষিধের জ্বালায় সবাই কাঁদে 
নেইতো খাবার ঘরে, 
গোল বেঁধেছে তাইতো তাদের 
সারাটা রাত ধরে। 

কাঁদতে থাকে হাসতে থাকে 
নাচতে থাকে গাছে, 
সবাই জানে তেতুল গাছে 
হাজারো ভুত আছে। 

তেতুল গাছের পথটা ধরে 
হাটলে পরে কেউ, 
ভুতরা তখন মহা সুখে 
লাগায় পিছে ফেউ।

মানুষ তখন জ্ঞান হারিয়ে 
মাটিতে যায় পরে, 
রক্ত চুষে ভুতেরা খায় 
কোলের উপর ধরে!

ভয়ে ভয়ে ঐ পথে আর
কেউ যায় না ভুলে, 
ভূতগুলো সব পাজি 
আগুন ধরায় চুলে। 

তেঁতুল গাছে ভূতের বাড়ি 
হাজার বছর ধরে, 
গল্প শুনে সত্যি সবার 
গা ছমছম করে।
ছড়া: ভূতের ছড়া। ছড়া: ভূতের ছড়া। Reviewed by সম্পাদক on মঙ্গলবার, মে ১৯, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.