লেখাআখতারুজ্জামান আশা,(কুড়িগ্রাম)।
মার্চ মানে মুজিব কণ্ঠে যুদ্ধ জয়ের শক্তি,
মার্চ মানে বীরজনতার দেশের তরে ভক্তি।
মার্চ মানে রক্তমাখা লক্ষ প্রাণের স্মৃতি,
মার্চ মানে একাত্তরে রোজনামচা ভীতি।
মার্চ মানে নিপাতিত ইয়াহিয়ার শাসন,
মার্চ মানে মুজিব কণ্ঠে অগ্নিঝরা ভাষণ।
মার্চ মানে শঙ্কা ছেড়ে যুদ্ধে ছুটে যাওয়া,
মার্চ মানে ক্ষিপ্র সুরে মুক্তির গান গাওয়া।
মার্চ মানে মুজিব কণ্ঠে কাব্যতত্ত্ব লাইন,
মার্চ মানে পূর্ব বাংলা দেশবিভাজন সাইন।
মার্চ মানে স্বাধীনতার স্বঘোষিত বাণী,
মার্চ মানে বিশ্বসেরা শ্রেষ্ঠ ভাষণখানি।
মার্চ মানে ঐক্য গড়া মুক্তি বীরবাহিনী,
মার্চ মানে স্বাধীনতার অমর এক কাহিনী।
ছড়া: মার্চ মানে।
Reviewed by সম্পাদক
on
সোমবার, মার্চ ০২, ২০২০
Rating:
