ছড়া: বদলি মানে
লেখা: মোঃ মোশফিকুর রহমান ।
বদলি মানে আজব খেলা
বদলি মানে জ্বালা,
কাঁথা-বালিশটা নিয়ে ছোটাছুটি
অন্তরটা হয় যে কালা!
আজকে থাকো এই জেলাতে
কালকে থাকো ওই,
সত্যি বলি ভুলেই গেছি
আমার বাড়ি কই!
জীবন যেন যাযাবরের
মতোই ছুটে চলা,
মনের দুঃখ মনে রেখে
আজব কথা বলা!
বদলি মানে কষ্ট নিয়ে
নতুন কিছু সৃষ্টি,
বদলি তবু বয়ে আনুক
নব সুখের বৃষ্টি!
ছড়া: বদলি মানে।
Reviewed by সম্পাদক
on
বৃহস্পতিবার, মার্চ ০৫, ২০২০
Rating:
