নিজস্ব সংবাদদাতা:
দ্যা নর্থ মডেল ইউনাইটেড ন্যাশন (TNMUN) এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে শিশু-কিশোরদের জনপ্রিয় পত্রিকা শিশু-কিশোর২৪.কম ও ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল।
আজ শনিবার রংপুরের স্বনামধন্য একটি রেস্তোরায় এ বিষয়ে চুক্তিস্বাক্ষর হয়। এসময় উপস্থিত ছিলেন শিশু-কিশোর২৪.কম ও ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল এর সম্পাদক মো:আহসান হাবিব মারুফ। এবং TNMUN এর পক্ষে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের জেনারেল সেক্রেটারী নুমান আহমেদ কাব্য এবং এহসানুল হক। এসময় তারা একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য যে, 'এ ফাউন্ডেশন' এর আয়োজনে রংপুরে আগামী ৫ থেকে ৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে মডেল ইউনাইটেড ন্যাশন (MUN) । যার নাম দেয়া হয়েছে দ্যা নর্থ মডেল ইউনাইটেড ন্যাশন (TNMUN)। উক্ত আয়োজনে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ১৫০ জন শিক্ষার্থী অংশ নেবে।
TNMUN এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো শিশু-কিশোর২৪.কম ও ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল
Reviewed by সম্পাদক
on
শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০
Rating:
