-->

কবিতা: ভাষণখানি।


কবিতা: ভাষণখানি।
লেখা: আব্দুল্লাহ ইবনে জুবায়ের।


কেমন করে দিয়ে ছিলে
ভাষণখানি তুমি?
তাই তো মোরা পেয়ে গেলাম
স্বাধীন জন্মভূমি।
তোমার ভাষণ আজ আমাদের
দিয়ে যাচ্ছে মান
তাই তো তোমার ভাষণ
বিশ্বে আজও অম্লান।
এ ভাষণের মত এমন
দ্বিতীয়টি কি আছে?
এ ভাষণে বাঙালিরা
এসেছে যে কাছে।
দূর করেছে অপশাসন
তাইতো মোদের স্বাধীন আসন।
কেমন করে দিয়েছিলে ভাষণখানি তুমি
আজও মোরা জেগে উঠি
শুনে তোমার ভাষণখানি।

কবিতা: ভাষণখানি। কবিতা: ভাষণখানি। Reviewed by সম্পাদক on মঙ্গলবার, মার্চ ১৭, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.