ছড়া: টুঙ্গিপাড়ার খোকা।
লেখা: পিকে প্রজ্ঞা রায়
অন্ধকারে জ্বালায় আলো
লক্ষ জোনাক পােকা,
সেই আলোতে মুগ্ধ কিশোর
টুঙ্গিপাড়ার খােকা।
শােষিতদের বন্ধু হবার
দৃপ্ত অভিলাষে -
দাঁড়ায় কিশাের বঞ্চিত আর
অসহায়ের পাশে।
এই খােকাটাই বড় হয়ে
শেখ মুজিবর হয়,
একদিন সে শ্লোগান তােলে-
জয় বাংলার জয়।
জাতির জনক বঙ্গবন্ধু
টুঙ্গিপাড়ার খােকা,
সৌরভে তার আলাের কুসুম
ফুটছে থােকা থোকা।
ছড়া: টুঙ্গিপাড়ার খোকা।
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২০
Rating:
