কবিতা: জাতির পিতা।
লেখা: তাসনিয়া ইসলাম তৃৃপ্তি,(রংপুর)
জাতির পিতা হয়ে তুমি
থাকো উচ্চ আসনে,
যেমন করে ডাক দিয়েছাে
৭ই মার্চের ভাষনে ।
r /> ভাগ্য হয়নি তােমাকে দেখার
শুনেছি তােমার আত্মত্যাগ,
ধন-দৌলত, ক্ষমতা-জৌলুস
কিছুতে চাও নি তােমার ভাগ।
চেয়েছাে বাঙালী মুক্ত হবে
উন্নয়নে ভাসবে দেশ,
সে চাওয়ার জন্যই তো
আজকের এই বাংলাদেশ।
r />
কবিতা: জাতির পিতা।
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২০
Rating:
