-->

কবিতা: স্বাধীন নারী।


কবিতা: স্বাধীন  নারী।
লেখা: মো: দেলোয়ার হোসেন সিদ্দিকী

মায়ের কুলে কন্যা শিশু আসে যবে,
তাই দেখে কত লোকে-
কপাল ভাজ করে।

নারী হয়ে জন্মেছে এ সমাজে-
তাতেই বা,কী হয়েছে।
বিশ্ব জয় করে নারীও দেখাবে।

নারী বলে কোনো কাজে-
নেই কোনো বাঁধা।
বিশ্বের বুকে চলবে নারী,
নিয়ে স্বাধীনতা।

অন্যের কথা শ্রবণ করে,
নারী বলে থেকো না থেমে।
এগিয়ে চলো সত্যের পথে,
সকল বাঁধা ভেঙ্গে।
কবিতা: স্বাধীন নারী। কবিতা: স্বাধীন  নারী। Reviewed by সম্পাদক on সোমবার, ফেব্রুয়ারী ০৩, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.