ছড়া: ঘৃণ্য শাসক
লেখা: শেখ একেএম জাকারিয়া
পাকিস্তানের ঘৃণ্য শাসক
হুকুম জারি করল,
উর্দু হবে রাষ্ট্রভাষা
বীর বাঙালি মরল!
রফিক সালাম বরকতের বুক
রক্তে হলাে লাল,
গুলির ছুটে আকাশ কাপে
কঁপে মেঘের জাল।
রক্ত দেখে শপথ করে
দামাল ছেলের দল,
স্বাধীন হবে বঙ্গভূমি
মনে অনেক বল।
ভাষার দাবি মানতে হবে
মিছিল মিটিং করে,
রক্ত গেছে রক্ত দেবে
যুদ্ধে তারা লড়ে
গর্জে বলে না মানি না
দেশের অনেক ভাই,
ঘূণ্য শাসক চাই না যে আর
বাংলা ভাষা চাই।
ছড়া: ঘৃণ্য শাসক ।
Reviewed by সম্পাদক
on
রবিবার, ফেব্রুয়ারী ০২, ২০২০
Rating:
Reviewed by সম্পাদক
on
রবিবার, ফেব্রুয়ারী ০২, ২০২০
Rating:
