ছড়া: বাংলা আমার মাতৃভাষা লেখা: শাহরিয়ার হাসিব বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার প্রাণ বাংলা আমার রাষ্ট্রভাষা শহীদ ছেলে র দান। বাংলা ভাষা আনতে গিয়ে ভাই ফিরেনি বাড়ী চোখের জলে চোখ ভিজেছে ভিজেছে মায়ের শাড়ি