কবিতা: নব বসন্তে আজ মনে পড়ে
লেখা: রমানাথ নিশি,(দিনাজপুর)
দেখতে দেখতে বছর গেল
আসলো ফিরে ফাগুন,
সব চাষীদের বুকে এখন
জ্বলে সোনার আগুন।
গাছের ডালে বসে কোকিল
ডাকে মধুর সুরে,
রঙ ধরেছে পাতার মাঝে
যায় যে দেখা দূরে।
দিদা আমার গেছে চলে
না ফেরারি দেশে,
ব্যাকুল মনে এখন আমি
কাঁদি রাত্রি শেষে।
আজ বসন্তের সকাল বেলায়
স্মৃতি মনে পড়ে,
দিদা থাকলে হতো মজা
আমার ছোট্ট ঘরে।
কবিতা: নব বসন্তে আজ মনে পড়ে ।
Reviewed by সম্পাদক
on
বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০
Rating: