কবিতা: ভাষার জন্য শহীদ।
লেখা: চিত্তরঞ্জন সাহা চিতু,(চুয়াডাঙ্গা)
সব বাঙালীর প্রান,
বাংলা ভাষায় মাকে ডাকি
রং তুলিতে ছবি আঁকি
মনের ভেতর ভালবাসার
মিষ্টি ফুলের ঘ্রাণ।
কবি লেখে গান কবিতা ছড়া,
আকাশ জুড়ে লক্ষ তারার
দু’ চোখ আলোয় ভরা।
বর্ণমালার আগুন ছড়ায়
কৃষ্ণচূড়ার ডালে,
মিছিল চলে এই জনতার
বাহান্নর ঐ সালে।
বাংলা ভাষা রাষ্ট্রভাষা
বীর বাঙালীর মনের আশা
প্রতিবাদে রাজপথে সব
মশাল হাতে কারা।
রক্ত দিলো দামাল ছেলে
হাসি মুখে কেউ বা জেলে
আজও অমর আনতে ভাষা
রক্ত দিলো যারা।
কবিতা: ভাষার জন্য শহীদ।
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৮, ২০২০
Rating:
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৮, ২০২০
Rating:
