কবিতা: ২১শে ফেব্রুয়ারি
লেখা: আবদুল্লাহ,(বগুড়া)
একুশে ফেব্রুয়ারির আকাশে ছিলোনা মেঘ,
দুপুর বেলা যেনো ছিলো সিক্ত,
চারপাশ ছেয়ে ছিলো
রফিক,জব্বার,বরকত এর তাজা রক্ত।
বায়ান্নের দিনটি ছিলো ছিনিয়ে নেবার,
ভালোবাসার ভাষার মিছিল।
অজস্র ভাষা প্রেমিক মিছিলে,
হলো স্বেচ্ছায় শামিল।
বাংলা ভাষা অামাদের স্বপ্ন,
এ ভাষা আমাদের অর্জিত রত্ন,
বাংলা ভাষা আমাদের প্রাণের বুলি,
এ ভাষার জন্য দিতে পারি অজস্র প্রাণ
পারলে ঠেকাও,চালাও অজস্র গুলি!
কোনো ভাবেই হতে দিবোনা এ ভাষার অপমান
রক্ত দিয়ে হলেও কোনোদিন বিনষ্ট হতে দিবোনা,
বাংলা ভাষার মান।
এ ভাষা আমাদেরর মায়ের ভাষা,
আমাদের সম্মান।
কবিতা: ২১শে ফেব্রুয়ারি।
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০
Rating:
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০
Rating:
