-->

ছড়া: শিশুর ইচ্ছে।


ছড়া: শিশুর ইচ্ছে
লেখা: আবু হানিফ জাকারিয়া, (রংপুর)

শীতের সকাল বড্ড আরাম
লেপের তলায় থাকতে।
কে চায় বল এই সকালে
শীত কুয়াশা মাখতে?

মা করে রোজ ডাকাডাকি 
সকালের ঘুম ভাঙ্গাতে।
সুর্য্যি মামারও ঘুম ভাঙ্গেনা
সকালটাকে রাঙ্গাতে।

তাড়াতাড়ি তৈরি হওয়া
স্কুল যাওয়ার জন্য।
পড়ালেখা স্কুল কোচিং
কাজ কি নেই আর অন্য?

দুপুরবেলা খেতেই হবে
রংবেরং এর থালাতে।
ইচ্ছে করে পু ঝিকঝিক
ট্রেনে চড়ে পালাতে।

রোজ বিকেলে টিচার আসে
একগাদা বই পড়াতে।
বাবা- মায়ের বারণ ও শুনি
খেলনা গাড়ি চড়াতে।

বিকেল সন্ধ্যে খেলার সময়
পাইনা সুযোগ সেই খেলার।
শিশুবেলা এত বই, এত পড়া 
এই কি জীবন ছোটবেলার?

দিনে দিনে চাপ যে বাড়ে
আগেও কি ছিল তাই?
ছোটবেলার মজার জীবন
গল্পে শুধু শুনতে পাই।
ছড়া: শিশুর ইচ্ছে। ছড়া: শিশুর ইচ্ছে। Reviewed by সম্পাদক on শনিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.