কবিতা: শীতের কষ্ট
লেখা: রমানাথ নিশি, (দিনাজপুর)
পথের ধারে অনাথ শিশু
থরথর ওই কাপে,
নেইযে তাদের শীতের কাপড়
পড়েছে আজ চাপে।
কত জনায় দেখে তাদের
যায় যে দূরে সরে,
মনের সুখে আরাম করে
বসে থাকে ঘরে।
ছেঁড়া চাদর গায়ে দিয়ে
শীত নিবারণ করে,
কোনমতে দিন চলে যায়
জেগে উঠে ভোরে।
ধনীরা তাই এমন দেখে
অট্টহাসি হাসে,
বুক ভাসিয়ে কাঁদে শিশু
অশ্রু পড়ে ঘাসে।
কবিতা: শীতের কষ্ট।
Reviewed by সম্পাদক
on
রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২০
Rating:
Reviewed by সম্পাদক
on
রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২০
Rating:
