-->

ছড়া: বৃষ্টি।

 
ছড়া: বৃষ্টি ।
লেখা: মোঃ মোশফিকুর রহমান

বৃষ্টি এলো হঠাৎ করে
ভাসিয়ে দিয়ে প্রান্ত,
খোকা-খুকীর মনে এখন
খুশির নেই অন্ত!
বৃষ্টি আসে থেমে থেমে
খোকা-খুকীর মন দোলে,
পড়ায় তাদের মন বসেনা 
যায় তাই খেলতে।

বৃষ্টি পরে ছন্দে ছন্দে
করে শুধু রিমঝিম,
খোকা-খুকুর মন তখন
আনন্দে করে ঝিমঝিম!
বৃষ্টির দিনে খোকা-খুকুর
মন চায়না পড়তে,
তাইতো তারা ডুবে থাকে
আনন্দের মহা অরণ্যে!
ছড়া: বৃষ্টি। ছড়া: বৃষ্টি। Reviewed by সম্পাদক on বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.