নিজস্ব প্রতিবেদক:
"বৃত্তি যখন বন্ধন" এই স্লোগান নিয়ে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো "বৃত্তি উৎসব ২০২০"।
রংপুর জিলা স্কুলের ১৯৬৩ থেকে ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে এই বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে রংপুর জিলা স্কুলের মেধাবী ও অসচ্ছল ৫৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে ৮ বছরের জন্য মোট ৫০ লক্ষ টাকার বৃত্তির ব্যবস্থা করা হয়। তাছাড়া এসব শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীও প্রতিবছর তাদের দেয়া হবে। এর মধ্যে রয়েছে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, সোয়েটার, খাতা,কলম, ছাতা ইত্যাদী।
এছাড়াও এবার ৩য় থেকে ১০ম শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষকগণ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জিলা স্কুলের বর্তমান প্রধান শিক্ষক, জনাব এ আর মিজানুর রহমান।
এছাড়াও সকল প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃত্তি প্রাপ্ত এক শিক্ষার্থী বলেন," বৃত্তি পেয়ে আমি অনেক খুশী । এটি আমার পড়ালেখায় অনুপ্রেরণা যোগাবে।"
বৃত্তি উৎসবের সমন্বয়ক রংপুর জিলা স্কুলের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী ডা.তানভীর সিদ্দিকী বলেন ," বিগত ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত শুধুমাত্র ১৯৯৭ ব্যাচ স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ বাবদ বৃত্তি প্রদান করে আসছিলাম। তবে গতবছর ১৯৮৯ থেকে ২০০০ ব্যাচ কে সাথে নিয়ে ৩৩ জন কে বৃত্তি দিয়েছিলাম আমরা। কিন্তু এবার ১৯৬৩ থেকে ২০১৯ পর্যন্ত মোট ২৭ টি ব্যাচ আমাদের সাথে যুক্ত হয়েছে।আমরা আশা করি সামনের বছর আরো বিশাল পরিসরে সব ব্যাচকে নিয়ে অনেককে বৃত্তি প্রদান করতে পারবো। এছাড়াও জিলা স্কুল নিয়ে আমাদের আরো অনেক পরিকল্পনা আছে। আশা করি তা আমরা করতে পারবো।"
এছাড়াও অনুষ্ঠানে ২ টি অসচ্ছল পরিবারের পূনর্বাসনের দায়ীত্ব নেয় প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন।
রংপুর জিলা স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে 'বৃৃত্তি উৎসব' অনুষ্ঠিত।
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, ফেব্রুয়ারী ০৭, ২০২০
Rating:
