কবিতা: সুখ ।
লেখা: রাশেদ প্রধান(গাইবান্ধা)
সুখ সুখ বলিয়া,
ছুটিছে সবাই,
ছুটিলেই সুখ তাে,
মিলিবেনা ভাই।
সুখ হলাে মরীচিকা,
ধরা নাহি যায়৷
মিছামিছি ছুটিয়া,
জীবনের ক্ষয়।
যা আছে তাই নিয়ে
যদি থাকো খুশি।
তবেই তােমার কাছে,সুখ
ধরা দিবে আসি৷
বিজয়ে আছে সুখ,
আছে অর্জনে,
সত্যে আছে সুখ,
আছে অন্যায় বর্জনে।
সুখ নাহি মিলে,
অর্থে আর বিত্তে
সুখ খুজে পাবে,
মনন ও চিত্তে।
সুখ হলাে ক্ষনিকের,
ক্ষণপ্রভা
সুখ হলাে জীবনের,
অনুপ্রভা।
কবিতা: সুখ ।
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, ফেব্রুয়ারী ০৭, ২০২০
Rating:
