-->

ছড়া: পিঠার নিমন্ত্রণ।



ছড়া: পিঠার নিমন্ত্রণ
লেখা: রহিমা আক্তার রীমা,(ঢাকা)

শীতের পিঠার দাওয়াত পেয়ে
গেলাম ভাই এর বাড়ি
হরেক রকম পিঠা বানিয়ে
ভাবী ভরছে হাড়ি।

এত স্বাদের পিঠা পেয়ে
হচ্ছে যে কাড়াকাড়ি
কে নিবে কোনটা আগে
 চলে দুষ্ট মারামারি।

ছোট ভাই পিঠা পয়নি বলে
 পিটে দিলো বারি
আমরা তাই গাল ফুলিয়ে
দিলাম সবাই আড়ি।

ভাপা পিঠার ভিতরেতে
নারকেল ছড়াছড়ি
মুখে দিতেই শেষ হয়ে যায়
হয় না যে তাড়াতাড়ি।

দুধ পুলি আর নারকেল পুলি
খেতে মজা ভারী
শীতের পিঠার দাওয়াত খেয়ে
পেলাম ভাই এর শাড়ী।

ভাবী সাথে কিনে দিলো
বাহারী সব চুড়ি
আনন্দ শেষে বাড়ী আসার
ডেকে আনলাম গাড়ী।


ছড়া: পিঠার নিমন্ত্রণ। ছড়া: পিঠার নিমন্ত্রণ। Reviewed by সম্পাদক on শনিবার, ফেব্রুয়ারী ০১, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.