কবিতা: নবীনত্ব
লেখা: হাফিজুল ইসলাম,(কুুুড়িগ্রাম)
হে নবীন!
অন্ধকারে জ্বালাও আলো
দস্যু-দানবের তরে,
হানরে আঘাত ঐ দুয়ারে;
যেথা লক্ষ্য নবীন ঝরে।
যেথা তোমার নবীন ক্রোধ
শক্তি সিন্ধুতে ভরা,
তোমার তরে তুচ্ছ অতি,
রুগ্ন অতি অপশক্তির ঐ ধারা।
তুমি অগ্নি
তুমি মহা শক্তি
তুমি বীর
তুমি উত্তম
তুমিই জাতির বল,
তোমার সান্নিধ্য জাগুক জাতি-
জাগুক শত নবাগত'র দল।