কবিতা: ছাত্র জীবন।
লেখা: আবদুল্লাহ,(বগুড়া)।
ছাত্রজীবন আনন্দে ভরা জীবন
বয়ে আনে সার্থকতার আচ্ছাদন।
আচার-ব্যবহার রাখতে হবে ঠিক,
ফুটিয়ে তুলতে হবে নিজের উজ্বল দিক।
এ জীবনে অলসতাকে করতে হবে বর্জন
জ্ঞানের সাগরে করতে হবে অবগহণ।
করা যাবেনা বিনা কারণে বিতর্ক,
নিজের লক্ষ নিয়ে হতে হবে সতর্ক।
মন কে রাখতে হবে সচ্ছল,
লক্ষে থাকতে হবে অবিচল।
কবিতা: ছাত্র জীবন।
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২০
Rating:
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২০
Rating:
