-->

বগুড়ায় সুবিধা বঞ্চিতদের শিক্ষা উপকরণ দিলো শিশু-কিশোর২৪.কম পাঠক ফোরাম।


ডেস্ক রিপোর্ট:

বগুড়ায় পাঠক ফোরামের সহযোগিতায় সাফল্যের সাথে বৃদ্ধি পাচ্ছে শিশু-কিশোর২৪.কম ও ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল পত্রিকার জনপ্রিয়তা।একই সাথে শিশু-কিশোর২৪.কম ও ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল পাঠক ফোরাম বগুড়া বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখছে নিরলস ভাবে।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯.০০টাই শুরু হয় পাঠক ফোরাম বগুড়ার উদ্দোগে ২৫ জন পথ শিশুদের মাঝে পড়াশুনার সরঞ্জাম খাতা,কলম,পেন্সিল,রাবার ইত্যাদি প্রদান এবং তাদের জন্য সকালের নাস্তা প্রদান এর কার্যক্রম।এই সময় উপস্থিত ছিলেন শিশু-কিশোর২৪.কম এর বগুড়া জেলা প্রতিনিধি আবদুল্লাহ।তিনি বলেন," শিশু-কিশোররাই আগামীদিনের ভবিষ্যৎ, তাদের জন্য স্বল্প পরিসর এ হলেও আমাদের কার্যক্রম চলমান থাকবে।" এছাড়াও উপস্থিত ছিলো পাঠক ফোরামের সদস্যারা। পথ শিশুদের সাথে একটা সুন্দর সকাল অতিবাহিত করে পাঠক ফোরাম বগুড়া এর সদস্যগণ।

এর আগে বুধবার শিশু-কিশোর২৪.কম বগুড়া জেলা প্রতিনিধি আবদুল্লাহ বগুড়ার সুনামধন্য কৈচর বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষিকার কাছে শিশু-কিশোর২৪.কম ও ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল পত্রিকা তুলে দেন এবং শিক্ষার্থীদের লেখা-লেখির সাথে সম্পৃক্ত হয়ে সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের অাহব্বান জানান।
প্রধান শিক্ষিকা সহ সকল শিক্ষার্থী পত্রিকার ৩য় সংখ্যা অনেক পছন্দ করেন।তারা সকলে পত্রিকার জন্য শুভকামনা জানান এবং সাফল্য কামনা করেন। পাঠকগণ পত্রিকা হাতে পেয়ে তাদের প্রানবন্ত উচ্ছাস প্রকাশ করেন।
বগুড়ায় সুবিধা বঞ্চিতদের শিক্ষা উপকরণ দিলো শিশু-কিশোর২৪.কম পাঠক ফোরাম। বগুড়ায় সুবিধা বঞ্চিতদের শিক্ষা উপকরণ দিলো শিশু-কিশোর২৪.কম পাঠক ফোরাম। Reviewed by সম্পাদক on শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.