কুড়িগ্রাম প্রতিনিধি-
কুড়িগ্রামের চিলমারী উপজেলার শাখাহাতি চরের শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে "শিশুদের জন্য ফাউন্ডেশন " । বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ব্রক্ষ্পু্ত্র নদের পাড়ে শাখাহাতি ঘাটে ৭৩ জন বৃদ্ধা ও বিধবা মহিলাদের কম্বল দেয়া হয় । এসময় উপস্থিত ছিলেন,রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ আন্দোলন গনকমিটির সভাপতি নাহিদ হাসান নলেজ ,শিশুদের জন্য ফাউন্ডেশন এর রংপুর কমিটির সিয়াম আল সায়িফ,মেহেদী হাসান,মুনতাসির রাব্বী,নাসিব মাহমুদ ও কুড়িগ্রামের রাব্বী হাসান শ্রাবন,সুজন মোহন্ত ।
রংপুর টিম এর মুনতাসির রাব্বি বলেন, "আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে চেস্টা করি প্রকৃত উপকারভোগীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কুড়িগ্রামের চরের মানুষগুলোর কাছে পৌঁছানোর।"
কুড়িগ্রামে শীতার্তদের পাশে "শিশুদের জন্য ফাউন্ডেশন"।
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০
Rating:
