-->

কবিতা: জীবন যুদ্ধ।



কবিতা: জীবন যুদ্ধ।
লেখা: আব্দুল্লাহ,(বগুড়া)।

জীবন সে তো ছোট্ট একটি শব্দ
তবে কেন এত কষ্ট,
ছোট্ট এ জীবন রেখায়
সুখ-শান্তির মুহূর্ত গুলো কেন হয় যায় নষ্ট?
ভালোবাসায় জীবন হয় সিক্ত,
বিষন্বতার সময় গুলো
কেন হয় তবে এত তিক্ত।
অর্থ নিয়ে কেনো এতো হাতছানি?
স্বার্থ নিয়ে কেনো এতো হানাহানি?
কেন এত হতাশা!
সু-চিন্তায় বয়ে আনে জীবনে সুখ,
লালসা বয়ে আনে দুর্দশা।
সু-কর্মে সুখ ধরা দিবেই,
সুখের হাতছানা দেখা দিতে বাধ্য,
বেদনা গুলো ফিরে আসার
থাকবে না কোন সাধ্য ।
জীবন কে গড়ে তুলতে হবে
নিঃস্বার্থতার হাত ধরে,
মনুষ্যত্বের পরশে,
তবেই জীবন হবে সুন্দর প্রতিচ্ছবিময়,
তা না হলে জীবন হবে,
তিক্ততায় ভরা নীল কষ্টময় ক্ষীণ কিছু সময়!



কবিতা: জীবন যুদ্ধ। কবিতা: জীবন যুদ্ধ। Reviewed by সম্পাদক on বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.