-->

ছড়া: হিম হিম শীত ।


ছড়া: হিম হিম শীত ।
লেখা: মহিউদ্দিন বিন্ জুবায়েদ,(শেরপুর)।

হিম হিম শীত শীত
ঠান্ডায় দম যায়,
কুয়াশা চারদিক
ঘিরে আছে ডানে বায়।

টপ টপ ঝরে জল
শিশির বিন্দু,
দূর্বা জুঁই ফুল
কুয়াশার সিন্ধু।

মাকড়সা জাল গুলো
ভিজে আছে শিশিরে,
বুলবুলি টুনটুনি
কিচির মিচিরে।

ঠান্ডায় উড়ে না 
নীড়ে আজ অবসর,
চখাচখি বগাবগি
গুনছে প্রহর। 
ছড়া: হিম হিম শীত । ছড়া: হিম হিম শীত । Reviewed by সম্পাদক on সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.