ছড়া: বিজয় দিবস।
লেখা: মহিউদ্দিন বিন্ জুবায়েদ,(শেরপুর)।
পাখিরা মন খুলে গায় মধুর কন্ঠে গান,
দুঃখ ব্যথা দূর হয়েছে স্বস্তিতে মন প্রাণ।
ফুলেরা সব বাগান জুড়ে স্বাধীন মনে
ফুটে,
দেশ পেয়েছি ম্যাপ পেয়েছি কষ্টগুলো
টুটে।
ষোল কোটি আমজনতা সুখের স্বপ্ন
আঁকে,
বিজয় গান ঢেউয়ের তালে নদীর বাঁকে বাঁকে।
মনের ঘুড়ি আকাশ ফুঁড়ে শূণ্যে উড়ে
আজ,
বিজয় নিশান পায়রা উড়া নানা কারুকাজ।
বাউলের একতারাতে দেশের গান আজ
বাজে,
দুঃখ সরে হৃদয় ভরে সকাল সন্ধ্যে সাঁঝে।
সবাই খুশি সবার হাসি আনন্দ দিন ভর,
আবার এলো বিজয় দিবস ষোল ডিসেম্বর।
ছড়া: বিজয় দিবস।
Reviewed by সম্পাদক
on
সোমবার, ডিসেম্বর ১৬, ২০১৯
Rating:
