-->

কবিতা: হামার নীলফামারী ।


কবিতা: হামার নীলফামারী।
লেখা: মোঃ এনামুল ইসলাম,(নীলফামারী)।

উত্তর বঙ্গোত বাড়ি হামার
জেলা নীলফামারী,
অংপুর হইলো বিভাগ হামার
গেরাম দেশীবাড়ি।

হামার আছে চর্ম হাসপাতাল
সুনাম এশিয়া মহাদেশে,
অ্যাল কারখানা আছে সৈয়দপুরত
সবচেয়ে বড় গোটা বাংলাদেশে,

আরো আছে বিমান বন্দর
আছে মুক্তিসেনা,
১৮ সালে পাইছি মেডিকেল কলেজ
দিছে শেখ হাসিনা,

কিশোরগঞ্জ থানায় হইছে
নয়া চা-বাগান,
সদর থানায় আছে
কালার ডাঙ্গা উসমানী উদ্যান,

নীলকুঠি আছে, শিশুপার্ক আছে
আরো আছে নীলসাগর দিঘি,
শীতকাল আইলে বাহে
হামরা নানান রঙ্গের পাখি দেখি।

ডোমার, ডিমলা,  চিলাহাটি
হামার আছে তিস্তা নদী,
হরিশ্চন্দ্রের পাঠ, ধর্মপালের বাড়ি
দেখির পাইবেন, জলঢাকা আইসেন যদি।

নতুন নতুন গল্প,কবিতা,ছড়া,ফিচার সহ শিশু-কিশোরদের লেখা সৃৃজনশীল লেখাগুলোর আপডেট পেতে ক্লিক করুন


কবিতা: হামার নীলফামারী । কবিতা: হামার নীলফামারী । Reviewed by সম্পাদক on বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.