ছড়া: শীতের সময়।
লেখা: মহিউদ্দিন বিন্ জুবায়েদ ।
মাঠ জুড়ে পাকা ধান
মন করে আনচান
ছন্দ তোলে,
আমন ধান কাটে
কৃষক ওই মাঠে
দুঃখ ভুলে।
ভোরে কুয়াশা ঢাকা
কোন খানে নেই ফাঁকা
দেখি যদ্দুর,
শিশিরে পা ভিজে
প্রকৃতি নানা সাজে
হয় যে ভোর।
[নতুন নতুন গল্প,কবিতা,ছড়া,ফিচার সহ শিশু-কিশোরদের লেখা সৃৃজনশীল লেখাগুলোর আপডেট পেতে ক্লিক করুন]
ছড়া: শীতের সময়।
Reviewed by সম্পাদক
on
রবিবার, ডিসেম্বর ০১, ২০১৯
Rating:
Reviewed by সম্পাদক
on
রবিবার, ডিসেম্বর ০১, ২০১৯
Rating:

