সোবহানা মোস্তারী - বিকেএসপির একাদশ শ্রেণী পড়ুয়া রংপুরের এই শিক্ষার্থী এখন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সম্ভাবনাময় একজন অলরাউন্ডার।
সদ্য স্কুল জীবন পেরোনো এই উদীয়মান তারকার সাথে কথা হয়েছে শিশু-কিশোর২৪.কম এর । ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল এর পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-
শিশু-কিশোর২৪.কম: শুরুতেই তোমার পছন্দের জিনিসগুলো জানতে চাচ্ছি।
সোবহানা মোস্তারী: আমার সবচেয়ে প্রিয় মানুষ হলেন আমার মা । ক্রিকেট তো প্রিয়ই ,এছাড়া নৃত্য ভালো লাগে। ঘুরতে অনেক পছন্দ করি।
শিশু-কিশোর২৪.কম: তোমার ক্রিকেট শুরুর দিকের কথা জানতে চাই।
সোবহানা: শুরুর দিকে ২০১০ এ এলাকার বড় ভাইদের সাথে বাড়ির সামনের মাঠে খেলতাম । দিনের প্রায় পুরোটা সময় কাটতো খেলেই। এরপর একদিন বাবার হাত ধরে চলে গেলাম রংপুর ক্রিকেট গার্ডেনে। এরপর ক্রিকেটে ভালো করার প্রচেষ্টা শুরু করি । এর কিছুদিনের মধ্যে বিকেএসপির ট্রায়ালে ডাক পাই। প্রথমে ভয় পাচ্ছিলাম কিন্তু পরিবার ও এলাকার ভাইদের উৎসাহে চলে গেলাম বিকেএসপিতে। সেখানে ভালো করায় ২০১৬ তে জাতীয় দলের জন্য ডাক পাই। কিন্তু তখন আমার JSC পরীক্ষা থাকায় যেতে পারি নি। এরপর ২০১৮ তে স্থায়ী ভাবে জাতীয় দলে খেলার সুযোগ পাই।
শিশু-কিশোর২৪.কম: তোমার ভবিষ্যত পরিকল্পনা কি?
সোবহানা: ভবিষ্যত পরিকল্পনা বলতে, আরো ভালো খেলতে চাই। ভালো মানের ক্রিকেটার হতে চাই। আমার দেশকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে চাই।
শিশু-কিশোর২৪.কম: তোমার সাফল্যের পেছনে কাদের অবদান রয়েছে?
সোবহানা: প্রথমত আমার মা-বাবার অবদান রয়েছে। আলিফ ভাইয়া ও মামা আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আর সর্বোপরি আমার সকল কোচদের অবদান রয়েছে।
শিশু-কিশোর২৪.কম: ক্রিকেটের বাইরে কি করার ইচ্ছে আছে?
সোবহানা: ফটোগ্রাফি ভাল লাগে , এটা নিয়ে কিছু করতে চাই। তাছাড়া ব্যবসা করারও ইচ্ছে আছে।
শিশু-কিশোর২৪.কম: প্রতিদিন কত ঘন্টা অনুশীলন করো?
সোবহানা: ৫ থেকে ৬ ঘন্টা।
শিশু-কিশোর২৪.কম: এ পর্যন্ত আসার পথে কোনো স্মরণীয় ঘটনা থাকলে বলো।
সোবহানা: ইমার্জিন ট্যুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ বলে ২৯ রান করে ম্যাচ জিতিয়েছিলাম । এটা আমার কাছে অনেক স্মরণীয় ।
শিশু-কিশোর২৪.কম: মন খারাপ বা ভালো থাকলে কি করো?
সোবহানা: মন ভালো থাকলে ঘুরে বেড়াই আর খারাপ থাকলে ঘুমাই।
শিশু-কিশোর২৪.কম: পাঠক, তোমার বন্ধু এবং যেসব মেয়েরা ক্রিকেট খেলছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও-
সোবহানা: আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমি এ পর্যায়ে এসেছি। সকলে দোয়া করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি।
আর যেসব মেয়েরা ক্রিকেট খেলছে তাদের বলবো পেছনে কে কি বলে বলুক । তাদের কথায় কান না দিয়ে নিজের খেলায় মন দাও। উনিজের ভাল খেলার মাধ্যমে তাদের দেখিয়ে দাও যে, মেয়েরাও পারে।
শিশু-কিশোর২৪.কম: আমাদের সময় দেয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ । তোমার জন্য শুভকামনা রইলো।
সোবহানা: শিশু-কিশোর২৪.কম কে ধন্যবাদ আমার সাক্ষাৎকার গ্রহনের জন্য । আশা করি ভবিষ্যতেও শিশু-কিশোর২৪.কম কে পাশে পাবো।
শিশু-কিশোর২৪.কম এর প্রিন্ট সংস্করণ "ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল" থেকে
সোবহানা মোস্তারী: আমার সবচেয়ে প্রিয় মানুষ হলেন আমার মা । ক্রিকেট তো প্রিয়ই ,এছাড়া নৃত্য ভালো লাগে। ঘুরতে অনেক পছন্দ করি।
শিশু-কিশোর২৪.কম: তোমার ক্রিকেট শুরুর দিকের কথা জানতে চাই।
সোবহানা: শুরুর দিকে ২০১০ এ এলাকার বড় ভাইদের সাথে বাড়ির সামনের মাঠে খেলতাম । দিনের প্রায় পুরোটা সময় কাটতো খেলেই। এরপর একদিন বাবার হাত ধরে চলে গেলাম রংপুর ক্রিকেট গার্ডেনে। এরপর ক্রিকেটে ভালো করার প্রচেষ্টা শুরু করি । এর কিছুদিনের মধ্যে বিকেএসপির ট্রায়ালে ডাক পাই। প্রথমে ভয় পাচ্ছিলাম কিন্তু পরিবার ও এলাকার ভাইদের উৎসাহে চলে গেলাম বিকেএসপিতে। সেখানে ভালো করায় ২০১৬ তে জাতীয় দলের জন্য ডাক পাই। কিন্তু তখন আমার JSC পরীক্ষা থাকায় যেতে পারি নি। এরপর ২০১৮ তে স্থায়ী ভাবে জাতীয় দলে খেলার সুযোগ পাই।
শিশু-কিশোর২৪.কম: তোমার ভবিষ্যত পরিকল্পনা কি?
সোবহানা: ভবিষ্যত পরিকল্পনা বলতে, আরো ভালো খেলতে চাই। ভালো মানের ক্রিকেটার হতে চাই। আমার দেশকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে চাই।
শিশু-কিশোর২৪.কম: তোমার সাফল্যের পেছনে কাদের অবদান রয়েছে?
সোবহানা: প্রথমত আমার মা-বাবার অবদান রয়েছে। আলিফ ভাইয়া ও মামা আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আর সর্বোপরি আমার সকল কোচদের অবদান রয়েছে।
শিশু-কিশোর২৪.কম: ক্রিকেটের বাইরে কি করার ইচ্ছে আছে?
সোবহানা: ফটোগ্রাফি ভাল লাগে , এটা নিয়ে কিছু করতে চাই। তাছাড়া ব্যবসা করারও ইচ্ছে আছে।
শিশু-কিশোর২৪.কম: প্রতিদিন কত ঘন্টা অনুশীলন করো?
সোবহানা: ৫ থেকে ৬ ঘন্টা।
শিশু-কিশোর২৪.কম: এ পর্যন্ত আসার পথে কোনো স্মরণীয় ঘটনা থাকলে বলো।
সোবহানা: ইমার্জিন ট্যুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ বলে ২৯ রান করে ম্যাচ জিতিয়েছিলাম । এটা আমার কাছে অনেক স্মরণীয় ।
শিশু-কিশোর২৪.কম: মন খারাপ বা ভালো থাকলে কি করো?
সোবহানা: মন ভালো থাকলে ঘুরে বেড়াই আর খারাপ থাকলে ঘুমাই।
শিশু-কিশোর২৪.কম: পাঠক, তোমার বন্ধু এবং যেসব মেয়েরা ক্রিকেট খেলছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও-
সোবহানা: আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমি এ পর্যায়ে এসেছি। সকলে দোয়া করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি।
আর যেসব মেয়েরা ক্রিকেট খেলছে তাদের বলবো পেছনে কে কি বলে বলুক । তাদের কথায় কান না দিয়ে নিজের খেলায় মন দাও। উনিজের ভাল খেলার মাধ্যমে তাদের দেখিয়ে দাও যে, মেয়েরাও পারে।
শিশু-কিশোর২৪.কম: আমাদের সময় দেয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ । তোমার জন্য শুভকামনা রইলো।
সোবহানা: শিশু-কিশোর২৪.কম কে ধন্যবাদ আমার সাক্ষাৎকার গ্রহনের জন্য । আশা করি ভবিষ্যতেও শিশু-কিশোর২৪.কম কে পাশে পাবো।
শিশু-কিশোর২৪.কম এর প্রিন্ট সংস্করণ "ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল" থেকে
[নতুন নতুন গল্প,কবিতা,ছড়া,ফিচার সহ শিশু-কিশোরদের লেখা সৃৃজনশীল লেখাগুলোর আপডেট পেতে ক্লিক করুন]
সাক্ষাৎকার: ভাল খেলার মাধ্যমে দেখিয়ে দিতে হবে মেয়েরাও পারে- সোবহানা ।
Reviewed by সম্পাদক
on
শনিবার, নভেম্বর ৩০, ২০১৯
Rating:
