অনলাইন ডেস্ক:
৬৩ বছরে পা দিলেন মি. বিন খ্যাত বিশ্বের জনপ্রিয় অভিনেতা রোয়ান সেবাস্তিয়ান এটকিনসন। জানা গেছে, বেশ নিভৃতেই নিজের ৫৮তম জন্মদিন পালন করছেন তিনি। ১৯৫৫ সালের এই দিনে বৃটেনের কান্টি ডরহ্যামের কনসেটে জন্মগ্রহন করেন।
১৯৭৯ সালে শুরু হওয়া ‘নট দ্য নাইন ও ’ক্লক’ দিয়ে প্রথম আলোচনায় আসেন রোয়ান এটকিনসন। তার করা টিভি শো ‘ব্ল্যাকেডার’ ব্যাপক আলোচিত হয়েছে। তবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন ‘মিস্টার বিন’র জন্যই। ২০০৫ সালে সেরা ৫০ জন বৃটিশ কমেডিয়ানের একজন নির্বাচিত হন ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক এই তারকা।
টিভি শোতে কাজ করার পাশাপাশি রেডিও, থিয়েটারেও কাজ করেছেন রোয়ান এটকিনসন। ‘মিস্টার বিন’, ‘মিস্টার বিন হলিডে’, ‘জনি ইংলিশ’সহ কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রেও। রোয়ান এটকিনসন অভিনীত সর্বশেষ ছবি ‘জনি ইংলিশ রিবন’। ২০১১ সালে মুক্তি পাওয়া এই ছবিটিতে অভিনয়ের পাশাপাশি নির্বাহি প্রযোজনারও দায়িত্বও পালন করেছেন বিন। গত বছর টিভি শো ‘গুডনেস গ্র্যাসিয়াস মি’তে কাজ করেছেন রোয়ান এটকিনসন।
২০১২ সালেরর নভেম্বরে ঘোষণা দেন মিস্টার বিন চরিত্রে আর অভিনয় করবেন না তিনি। টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাতকারে বিন বলেন, তার শারিরীক সক্ষমতা ধীরে ধীরে লোপ পাচ্ছে। তাছাড়া ৫০ বছর বয়সে শিশুসুলভ অভিনয় ভালো দেখায় না।
মানব কল্যাণ ও অভিনয় শিল্পে অবদানের জন্য ২০১৩ সালে ‘কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ খেতাবে ভূষিত করা হয় রোয়ান এটকিনসনকে। পৃথিবীর অন্যন্য দেশের মতো বাংলাদেশেও এটকিনসন তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন।
মি.বিন নামে বিখ্যাত রোয়ান এটকিনসন এর জন্মদিন আজ।
Reviewed by সম্পাদক
on
রবিবার, জানুয়ারী ০৬, ২০১৯
Rating:
