ডেস্ক রিপোর্ট:
পরিত্যক্ত ককটেল নিয়ে খেলতে গিয়ে বিষ্ফোরণে নিশাত (১৫) ও নুর আলম (১০) নামে দুই পথশিশু আহত হয়েছে। বুধবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। আহত দুই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিশাত নগরীর কেরানীপাড়া জামতলা মসজিদ সংলগ্ন এলাকার এরশাদুল হকের এবং নুর আলম একই এলাকার রশিদুল হকের ছেলে। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই।
ওই দুই শিশুর বরাত দিয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাতাব উদ্দিন জানান, আহত নিশাত ও নুর আলম বুধবার দুপুরের দিকে জিলা স্কুল মাঠে কাগজ কুড়াতে যায়। এসময় মাঠের উত্তর-পশ্চিম কোণে তারা দুইটি ককটেল দেখতে পেরে তা বল ভেবে হাতে নিয়ে খেলতে থাকে। কিছুক্ষণ খেলার পর ককটেল দু’টি রেখে গাছের পাতা কুড়িয়ে সেই পাতায় আগুন লাগিয়ে দেয় তারা। আগুনের পাশে ককটেল দু’টি থাকায় তাপ পেয়ে তা বিষ্ফোরিত হতে পারে ধারণা করা হচ্ছে। এতে নিশাতের বাম হাত ও নুর আলমের মুখ ঝলসে যায়। খবর পেয়ে স্থানীয়রা ওই দুই শিশুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
স্কুলমাঠে ককটেল কীভাবে এলো সে বিষয়ে পুলিশ অনুসন্ধান করবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
সূত্র: এনপি নিউজ ৭১
রংপুর জিলা স্কুল মাঠে বল ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে দুই শিশু আহত।
Reviewed by সম্পাদক
on
বুধবার, জানুয়ারী ০৯, ২০১৯
Rating:
