-->

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করলো ফেসবুক ভিত্তিক সংগঠন 'রংপুর ফুডবাজ'।


সংবাদ বিজ্ঞপ্তি:
 “শীতার্তদের পাশে ফুডবাজ” এই প্রতিপাদ্য নিয়ে রংপুর লালবাগ চুড়িপট্টি বস্তির অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফেসবুক ভিত্তিক সংগঠন "রংপুর ফুডবাজ "।
আজ ৬ জানুয়ারি রবিবার বেলা ১২ টার দিকে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে লালবাগ চুড়িপট্টি বস্তি থেকে আসা প্রায় ২০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রংপুর ফুডবাজ গ্রুপের সদস্য ও এডমিনরা।তারা শিশু-কিশোর২৪.কম কে বলেন,” আমরা প্রতিবছরের মত রংপুর শহরের বিভিন্ন রেস্টুরেন্ট থেকে টাকা সংগ্রহ করে এই শীতবস্ত্র বিতরণ করি।আমদের গ্রুপের উদ্দ্যোগে প্রতিটি রেষ্টুরেন্টে হিম্যানিটি বক্স নামে বক্স বাসানো হয়। এর মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে আমরা এই কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের মতো সমাজের সকল বিত্তবান এগিয়ে এলে আর কাউকে শীতে কষ্ট পেতে হবে না।” 
শীতবস্ত্র নিতে আসা কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন, “খুব শীত পড়ছে।শীতের জন্য ঘুমাইতে ,কাজ করতে কষ্ট হয়। এই শীতবস্ত্র পাওয়াতে খুব উপকার হইলো।"
এর আগে গতকাল সন্ধ্যায় মাহিগঞ্জের আমতলা এবং আজ পীরগাছায় মওলানা ভাসানী স্মৃতি পাঠাগারেও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে সংগঠন টি।
উল্লেখ্য যে, রংপুর ফুডবাজ  মূলত খাদ্য প্রেমীদের খাবারের রিভিউ দেয়ার একটি ফেসবুক গ্রুপ । তাদের শীতার্তদের মাঝে বস্ত্র বিতরনের এই উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ।

প্রতিবেদক-: মো: আহসান হাবিব মারুফ ,(ভার: সম্পাদক)
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করলো ফেসবুক ভিত্তিক সংগঠন 'রংপুর ফুডবাজ'। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করলো ফেসবুক ভিত্তিক সংগঠন 'রংপুর ফুডবাজ'। Reviewed by সম্পাদক on রবিবার, জানুয়ারী ০৬, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.