সুন্দর একটি ঋতু শীত । পিঠা পুলি আর শিশিরের স্নিগ্ধতা সব মিলিয়ে দারুণ সময় এটি। তাই নিয়েই ছড়া লিখেছে বন্ধু মানসুর নাদিম ফুয়াদ।
ছড়া: শীতের সৌন্দর্য্য
লেখা: মানসুর নাদিম ফুয়াদ
গ্রীষ্ম বর্ষা সবই গেলো,
শীত যে এবার চলেই এলো,
সকল আনন্দের দোর খুলিল,
প্রভাত ফেরীর আশা,
পিঠা পুলির উৎসব যেন নিত্যদিনের নেশা|
.
শীত এলো নতুন সাজে,
শাপলা ফোটে তারই মাঝে,
সু প্রভাতে শিশির ঝরে,
ভেজে সকল ঘাঁস,
সূর্য্যের আলোর ঝলকানিতে ,
মিলে নতুন জনম তার|
.
শীতের কালে রঙ্গিন সাজে,
কাশফুলের মেলা ঝাকে ঝাকে.
প্রভাতে উঠে দেখিয়া তাদের,
জুড়ায় মোদের প্রাণ-আনন্দে|
.
শীতের কালে স্বপ্ন মোদের,
ভ্রুমর ফোটা ফুল,
আলোয় বাতাসে মিলেয়ে যেন,
মুছে যায় ক্লান্ত শত ব্যাস্তকূল|
ছড়া: শীতের সৌন্দর্য্য
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, নভেম্বর ১৩, ২০১৮
Rating:
