-->

স্পাইডারম্যান,আয়রন ম্যান,এক্সম্যানের স্রষ্টা স্টান লি মারা গেছেন।


নিজস্ব প্রতিবেদক:

মার্কিন লেখক ও মার্ভেল কমিকসের কিংবদন্তী স্টান লি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর।


১৯৬২ সালে বিশ্বজুড়ে সাড়া জাগানো কমিকস চরিত্র স্পাইডারম্যানের স্রষ্টা লি।

১৯২২ সালে রোমানিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা ইহুদি শরণার্থী পরিবারে জন্ম তার। ছেলেবেলাতেই টাইমলি পাবলিকেশন্সের কমিকস সেকশনে কাজ নেন। পরবর্তীতে ঐ কোম্পানি পরিণত হয় মার্ভেল কমিকসে।
১৮ বছর বয়েসেই কমিকমস এডিটর হন স্টান লি। এই মার্ভেল কমিকসের হাত ধরে জন্ম নেয় বিশ্বব্যাপী সাড়া জাগানো ব্ল্যাক প্যান্থার, সিলভার সারফার, দ্য এক্স ম্যান, আইরন ম্যান এবং ডক্টর স্ট্রেঞ্জ।
স্পাইডারম্যান,আয়রন ম্যান,এক্সম্যানের স্রষ্টা স্টান লি মারা গেছেন। স্পাইডারম্যান,আয়রন ম্যান,এক্সম্যানের স্রষ্টা স্টান লি মারা গেছেন। Reviewed by সম্পাদক on মঙ্গলবার, নভেম্বর ১৩, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.