স্বপ্ন দেখতে আমরা কে না ভালোবাসি । কতশত স্বপ্ন দেখি আমরা ,যার কোনো সীমানা নেই । এই স্বপ্ন নিয়েই ছড়া লিখেছে বন্ধু মানসুর নাদিম। চলুন পড়ে নেই-
'স্বপ্ন ফোরাম'
মানসুর নাদিম
স্বপ্ন মোদের অসীম অথৈ
নেই কিনারা নেইকো শেষ,,,
ছুটিয়াছি মোরা তাহার টানে ,
আসীম চুড়ায় নিরুদ্দেশ....
লক্ষ্যের মোরা না পাই দেখা,
শত ক্লান্তি মিলিবে তথা,,
তবু মোদের লক্ষ্য সেথা,
জাগায় এক নতুন আশা....
তাহার বলে বীর সেনানী ,
আনছে ছিনে বিজয় হাসা...(হাসি)
আবার তাহার দূর্বলতায়,
হারায় সকল আশার চাষা..
স্বপ্ন হবে তাহাই যাহা ,
ধারিয়াছি মোরা জনম তরে
সুখ বিলাসের প্রাঙ্গনে
ভাবাযেছে মোদের সর্বক্ষনে ..
তব স্বপ্নের দেখা মিলতে হইলে,
সুখ বিলাসী ত্যাগিয়ে আপনাকে (নিজকে)
সপিতে হইবে সাধনাতে...
তাহলে স্বপন হইবে আপন,
সাধিবে এক নতুন ভুবন..
ছড়া: স্বপ্ন ফোরাম।
Reviewed by সম্পাদক
on
বুধবার, নভেম্বর ২১, ২০১৮
Rating:
Reviewed by সম্পাদক
on
বুধবার, নভেম্বর ২১, ২০১৮
Rating:
